খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি পাচ্ছে বিএনপি।
এ বিষয়ে পুলিশের মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান। জানান, সমাবেশে দলটির সিনিয়র নেতারা বক্তব্যের পর বিক্ষোভ মিছিল হবে। এর আগে সকালে দলের নেতারা ডিএমপি কমিশনারের সাথে দেখা করেন। তারা জানান, ইতিবাচক সাড়া মিলেছে, শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে। পুলিশ বলেছে, রাজনৈতিক কর্মসুচিতে বাধা দেয়া হয় না।