কুরবানির ঈদের আগে চাঁদপুর সদরের পাড়া মহল্লায় বেড়েছে গরু চুরি। ঘরের দরজায় দড়ি বেঁধে রাখা গরু চুরির মতো ঘটনা ঘটাচ্ছে সংঘবদ্ধ চোর চক্র।
গত কয়েক দিনে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া মঠখোলার বাসিন্দা মান্নান সরদারের ২টি গাভী ও ২টি বাছুরসহ মোট ৪টি গরু চুরি হয়। তার আগে চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের ওয়াপদা গেইটের আব্দুর রশীদ গাজীর ৩টি গরু চুরি হয়।
অভিযোগ আছে, সবাই থানায় অভিযোগ দিলেও এখনো কোন সমাধান পাননি। যদিও পুলিশ গরু উদ্ধার ও চোর শনাক্তে তৎপর বলে দাবি চাঁদপুর সদর মডেল থানার ওসির।