বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’র এমন বক্তব্যর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহরের দাবী জানিয়েছেন বিএনপি।
সোমবার (১৯ মে) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপির।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার (১৬ মে) কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি’র রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’। হাসনাত আব্দুল্লাহ’র বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির (রাজার পার্টি) খ্যাত এনসিপি’র মুখপাত্র। তাহার মত ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি’র কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোন অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবেনা।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশের অন্যান্য জেলাগুলোর ন্যায় কুমিল্লা জেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। এই দলটি কুমিল্লা জেলার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতিনির্ধারণী পর্যায়ে এই কুমিল্লা জেলার অনেক নেতা কাজ করেছেন। এদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, এম. কে আনোয়ার, কর্ণেল আকবর হোসেন, বেগম রাবেয়া চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অন্যতম। এই কুমিল্লা জেলা বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত। তিনি অভিলম্বে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যারের দাবী জানান।
অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, অন্তর্বতীকালীন সরকার এ সকল ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঝে নামিয়ে সরকারতে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বতি করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।
তিনি বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। তারেক রহমান আমাদের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য। তিনি সবকিছু মনিটরিং করেছেন। কুমিল্লায় জুলাই-আগষ্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলে জানান।
কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পরিষদের সদস্য সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ অন্যরা।
পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাহেব আলী গ্রেপ্তার
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
এস


