১৫/০১/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় মামলা

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১৮ মে) রাতে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কোতোয়ালী মডেল থানায় এ মামলা করেন। মামলায় উল্লেখিত আসামিরা হলেন মো. মহসিন (৩২), সালাহ উদ্দিন রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) ও মারুফ আহমেদ (২৪)।

মামলার বিবরণে বলা হয়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলীয় পদবঞ্চিতদের একাংশ জড়িত ছিল। তারা নবগঠিত ছাত্রদল কমিটির বিরোধিতা করতে সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

ঘটনার পর দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কয়েকজনকে শনাক্ত করা হয়। বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দলীয় তদন্তের মাধ্যমে যদি কেউ অভিযুক্ত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ মে সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সংগঠনের একাংশের দাবি, ছাত্রদলের পদবঞ্চিতদের সমর্থকরাই এই হামলার পেছনে ছিল।

এনএ/

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন