১৪/০১/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৬:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে একটি মটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ^াসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)।

নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তির নাম প্রশান্ত হালদার(৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে।

এ সময় পাখিভ্যানের যাত্রী ও মটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এদের মধ্যে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

হাসপাতালে চি‌কিৎসাধীন আহত প্রশান্ত হালদার ব‌লেন,আমার মটরসাইকেল পেছ‌নে ছিল। ট্রা‌কের সা‌থে সাম‌নের মটরসাইকে‌লের সংঘর্ষ হ‌লে আমার মটরসাইকেলের সা‌থে ধাক্কা লা‌গে। তখন আমিও রাস্তায় ছিট‌কে প‌ড়ি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন,ঘটনা শোনার পর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনিট ঘটনাস্থ‌লে গি‌য়ে মটরসাইকে‌লে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে। ত‌বে আগু‌নে মটরসাইকেল‌টি পু‌রে গে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম বলেন,জান‌তে পে‌রে‌ছি দুইজন মারা গে‌ছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেখুন: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন উৎসব

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন