ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলোনা বাংলাদেশ। সিরজের শেষ ম্যাচে টাইগারদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। শান্তদের দেয়া ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে নয় বল হাতে রেখেই জয় তুলে নেয় জিম্বাবুয়ে।
এ যেন বড় অসুখ। যার কোন চিকিৎসা নেই। আর এই অসুখটার নাম বাংলাদেশের ব্যাটিংয়ে সমস্যা। যার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু টপ অর্ডার। এই জায়গাটায় টাইগারদের রুগ্ন চেহারাটা দেখা গেল জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় সব ম্যাচেই।
মিপুরে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানেই নেই তিন উইকেট। আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ১০১ রান তোলা তানজিদ তামিম ও সৌম্য সরকারের জুটির স্থায়ীত্ব মাত্র নয় রান। তানজিদ দুই রানে ফেরার পর সৌম্য ফিরেছেন সাত রানে। তাওহীদ হৃদয়ের সংগ্রহ মাত্র এক।
১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর শান্তকে নিয়ে মাহমুদউল্লাহ গড়েন ৬৯ রানের জুটি। মাহমুদউল্লাহ অবশ্য শেষ করে আসতে পারেননি। ক্যারিয়ারের অষ্টম ফিফটির পরপরই থামেন দুঃসময়ের কান্ডারি । তার আগে সাকিবকে নিয়ে যোগ করেন আরও ৩৯ রান। বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ১৫৭।
জবাবে ঝড়ো শুরু করেন ব্রায়ান বেনেট। ৩৮ রানে ওপেনিং জুটি ভাঙলেও তিন ছক্কা ও পাঁচ চারে ৩৬ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এই ওপেনার। তাকে যোগ্য সঙ্গ নেন অধিনায়ক সিকান্দার রাজা। পরে সাইফউদ্দিনের বলে ৭০ রানে ফিরেছেন বেনেট।
সফরকারীদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৫ রান। পরে দায়িত্বটা নিজের কাধে তুলে নেন সিকান্দার রাজা। ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম ফিফটি। নয় বল বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা। রাজা অপরাজিত থাকেন ৪৬ বলে ৭২ রানে।