কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় “মিশন হাসপাতালের” প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ বিকারক (রিএজেন্ট) পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২১মে) দুপুর ১২ টা থেকে বিকাল তিনটা পযন্ত শাসনগাছা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক মোঃ কাউছার মিয়া।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে বিকাল পযন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রেইসকোর্স ও শাসনহগাছা এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এসময় “মিশন হাসপাতালের” প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ বিকারক (রিএজেন্ট) পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তার সহকারি পরিচালক মোঃ কাউছার মিয়া জানান, ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী রোগীদের সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন জেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
এনএ/


