১৫/০১/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মমতাজের ৬ দিনের রিমান্ড

মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় পৃথক দুটি মামলায় পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে। পরে প্রিজনভ্যানে করে মমতাজকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। এর আগে আজকে সকাল সাড়ে ৮টার দিকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় ৫ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে পিজনভ্যানে তোলার সময় মমতাজ বেগমের ওপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন: মানিকগঞ্জের আদালতে সাবেক এমপি মমতাজ

দেখুন: প্রধানমন্ত্রীকে নিয়ে গানে গানে যা বললেন মমতাজ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন