পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ পুশইন করা ২১ নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
গতকাল বুধবার (২১ মে) গভীর রাতে জয়ধরভাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৫৭/১০-এস বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর ও বিধি অনুযায়ী মামলার কার্যক্রম চলমান রয়েছে।তবে অপ্রাপ্তরা শিশুরা মামলার বিষয়ে আসবেনা।থানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবেন।আমরা বিএসএফকে পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছি তারা অস্বীকার করেছে।
বিজিবি জানায়, আটককৃত ২১ জনের মধ্যে পুরুষ দুইজন, মহিলা ছয় জন এবং শিশু তেরো জন তারা সবাই বাংলাদেশি। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১০ বছর ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। সেখানকার স্থানীয় প্রশাসন তাদেরকে গুজরাট এলাকা থেকে আটক করে, পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
আটককৃতরা হলেন,খুলনা আমবাড়িয়া মাজিরগাতি এলাকার ইসরাইল ফকিরের স্ত্রী আলেয়া (৫৫),ইসরাইলের ছেলে রব্বিল ফকির,তার স্ত্রী
শিমলা (১৯),তাদের সন্তান আলিশা (০৩) ও আয়ান (০৩ মাস)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মোঃ আশিক সরদারের স্ত্রী রোজি (৩৯)তার ছেলে রানা (১৭),মেয়ে আয়েশা (০৪)।
একই গ্রামের ইব্রাহিম ফকিরের স্ত্রী হেলেনা (২৭) তার মেয়ে রোজিনা (৮) ছেলে ইসমাইল (৫)। খুলনা গাজির হাট এলাকার ফরহাদ শেখ এর স্ত্রী স্বপ্না (২৯)তার মেয়ে ফারজানা (১২), আফসানা (৯),মরিয়ম (৩)।নড়াইল বারইপাড়া কাঞ্চনপুর এলাকার মো.আজি,তার সন্তান কুলসুম (১০),রহমান (৬),রেহমান (৫),আফরিন (৩) ও রেহমাত (২)।
এনএ/


