নায়িকা নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ কয়েকদিনের ধকল তাকে শারীরিকভাবে দুর্বল করে দিয়েছে, ফলে তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, তার শারীরিক অবস্থা গুরুতর এবং চিকিৎসার কারণে কিছুদিনের জন্য তিনি বাইরের যোগাযোগ বন্ধ রেখেছেন, এমনকি ফোন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
তিনি আরও জানান, এই সময়টা ছিল তার জীবনের অন্যতম কঠিন ও সংবেদনশীল অধ্যায়। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়লেও দর্শকদের ভালোবাসা, সমর্থন এবং সাহচর্য তাকে শক্তি যুগিয়েছে।
ফারিয়া তার ভক্ত, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই ভালোবাসা ও সহমর্মিতা তিনি আজীবন মনে রাখবেন।
তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন।
প্রসঙ্গত, ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে ডিএমপির ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়, যেখানে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এনএ/


