শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রবিন মোল্যা (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯ টার দিকে মহিষার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মহিষার গ্রামের বাসিন্দা ফজলুল হক চৌধুরীর ছেলে ও মহিষার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ ও সহিংসকারীদের অর্থযোগানদাতা হিসাবে গতকাল রাতে আটক করা হয়।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পারভেজ আহমেদ সেলিম জানান, ইউপি সদস্য রবিন চৌধুরী দীর্ঘদিন ধরে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত ও অর্থদানকারী। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ ২৪ মে সকাল ১০ টার সময় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন: শরীয়তপুরে অন্তঃসত্বা নারীকে পিটিয়ে আহত
দেখুন: পুলিশ থেকে আসামি ছিনিয়ে যুবলীগ নেতার ফেসবুক লাইভ
এস


