১৫/০১/২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন ও সচেতনতামূলক সভা করা হয়েছে। রবিবার (২৫ মে ) সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাসসহ অন্যান্যরা।

এ সময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। ৩ দিন ব্যাপী এই মেলায় আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

দেখুন: নরসিংদীতে উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর, নষ্ঠ হচ্ছে পরিবেশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন