বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু হযেছে। এরমধ্যে নরসিংদীতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়। আর টাঙ্গাইলে মারা গেছে দুই জন। নিহত অপরজন গাজীপুরের।
সকালে নরসিংদীর সদর উপজেলায় আলোকবালী উত্তরপাড়ায় নিহতরা হলেন শরিফা বেগম, তার ছেলে ইকবাল হোসেন এবং কাইয়ুম মিয়া। তারা জমিতে ধান কাটতে গিয়েছিলেন। এছাড়া হাজীপুরের চকপাড়ায় পৃথক বজ্রপাতে মোছলেহউদ্দিন নামে আরেক মারা যান। টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। আর গাজীপুরেও বাজ পড়ে প্রাণ গেছে এক নারীর।