১৫/০১/২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাজী নজরুলের রচিত গ্রন্থগুলো অনুবাদের উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তার রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন নতুন করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিজ্ঞাপন

কুমিল্লায় তিনদিন ব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গত জুলাইয়ের আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্ট এর পরে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং বাংলাদেশের দেয়াল লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল।

কাজী নজরুল ইসলামের যে শৈল্পিক শক্তির গান কবিতা, তা ১০০ বছর পরেও বাংলাদেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায় শিল্পের শক্তি নজরুলের শক্তি।

জাতীয় কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি। কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।

আলোচনা সভার অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা সমূহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে নজরুল সংগীত ও গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ চারজনকে জাতীয় নজরুল পদক প্রদান করা হয়। নজরুল পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত গুণীজন হলেন-নজরুল গবেষণায় অবদানের জন্য ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার নজরুল গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক প্রফেসর ইরশাদ আহমেদ শাহীন। নজরুল-সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক রুমী আজনবীকে। নজরুল পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত গুণীজন হলেন নজরুল-গবেষণায় অনন্যসাধারণ অবদানের জন্য আবদুল হাই শিকদার। তিনি নজরুল-গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক। নজরুলের কবিতা আবৃত্তিতে অনন্যসাধারণ অবদানের জন্য নাসিম আহমেদ। তিনি আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

“চব্বিশের গণঅভ্যুত্থানঃ কাজী নজরুলের উত্তরাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় এবার বর্ণাট্য আয়োজনে তিনদিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে। বিশিষ্টজনদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন দিন স্মরণ করা হবে বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলকে।

এনএ/

দেখুন: সার্ক কার্যকর করার উদ্যোগ নিতে বললেন আ. আউয়াল মিন্টু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন