26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি দেশের দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান: মেয়র

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্নীতি মুক্ত দাবি মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের। দায়িত্ব গ্রহণের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ঋন শোধ করে সিটি কর্পোরেশন এখন আত্মনির্ভরশীল। সেইসাথে সুশাসন নিশ্চিত করতে পেরে খুশি তিনি।

দায়িত্ব নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস।সকালে দক্ষিণ সিটির নগর ভবনে উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় চার বছর শীর্ষক সম্মেলনে তিনি জানান,তার সময় অনিয়ম কমেছে এবং রাজস্ব আয়ের পাশাপাশি উন্নয়ন ও সেবার পরিধি বেড়েছে।

মেয়র জানান, চার বছরে শতাধিক উচ্ছেদ অভিযানে ৫৭ একরের বেশি জমি উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৯ শত ৮৩ কোটি টাকার বেশি।

মশা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি মনোযোগী তার সিটি কর্পোরেশন জানিয়ে নগরপিতা, বলেন ডেঙ্গু  নিয়ন্ত্রণে অব্যহত আছে চিরুনি অভিযান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দায়িত্ব গ্রহনের পরে ৪ বছরে যে উন্নয়ন করেছেন, বিগত ৪০ বছরে সে উন্নয়ন কেউ করতে পারেনি বলে দাবি জানান মেয়র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন