রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে আবারও রাস্তায় নেমে অবরোধ করছেন চালকরা। কোথাও কোথাও আন্দোলকারীদের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে হঠাৎ কর্মহীন হয়ে পরা অটোচালকেরা কর্মসংস্থানের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নিয়েছেন চালকরা। সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করে চালকরা। এতে যানচলাচল স্থবির হয়ে পড়ায় দেখা দেয় তীব্র যানজট। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারের দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সকালে ডেমরা এলাকায় পুলিশের সাথে অটোচালকদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। মোহাম্মদপুর বেরিবাধ এলাকাতেও রাস্তায় নামে অটোচালকেরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রাস্তায় নেই কোনো ব্যাটারী চালিত রিক্সা বা অটো। রিকশার গ্যারেজগুলোতে ভিড়। ব্যাটারি খুলে পায়ে পেডেল চালানোর উপযোগী করা হচ্ছে রিকশা।
শারীরিক প্রতিবন্ধী অটোচালকরা বলছে, তারা কোন আন্দোলনে নাই। তারা যেন আগের মতো কাজ করে খেতে পারেন, সেই দাবি তাদের। এদিকে রবিবার যেসব জায়গায় আন্দোলনকারীরা অবরোধ সৃষ্টি করেছিল, সেসব স্থানে সজাগ রয়েছে পুলিশ। অবরোধ রুখতে সাজোয়া যান নিয়ে তারা প্রস্তুত।