১৫/০১/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারে নারী পর্যটককে হেনস্তা, ৫ যুবক আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে উত্যক্ত করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো, আপেল মাহমুদ।

আটক পাঁচজন হলেন—কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আরিফ (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি চৌরাস্তা এলাকার মো. শরীফ মিয়ার ছেলে মো. জনি মিয়া (১৭), একই উপজেলার তালদশী এলাকার মো. জীবন মিয়ার ছেলে আমির হামজা (১৮), দক্ষিণ খামা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাকিব (১৮) এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মিরহাট এলাকার নুর আলমের ছেলে মো. ওয়ালি (২৫)।

আপেল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা তিন তরুণী মিলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকার বালিয়ারিতে ঘুরাঘুরি করছিলেন। এসময় তাদেরকে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গি দেখিয়ে উত্যক্ত করছিলেন পাঁচ যুবক। এক পর্যায়ে তাদের মধ্যে ২-৩ জন গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে ওই তরুণীরা শোর-চিৎকার শুরু করেন। এসময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন জড়ো হয়ে উত্যক্তকারী ৫ যুবককে ধরে ফেলেন। পরে তাদের সৈকতে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

এডিআইজি আপেল মাহমুদ বলেন, আটক যুবকদের বিরুদ্ধে ভুক্তভোগী এক তরুণী বাদি হয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত এজাহার জমা দিয়েছেন। বিকালে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে এজাহারটিসহ আটক যুবকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন