১৫/০১/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২১:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের দিন আগুনে পুড়ে ৬ শিক্ষার্থী নিহত: গ্রেফতার ৬

গত বছরের ৫ আগস্ট লালমনিরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বহুতল ভবন থেকে আগুনে দগ্ধ ৬ ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন আরমান আরিফ নামে এক ব্যক্তি। মামলায় ৩৮ জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার বাদী আরমান আরিফ, তার সঙ্গে সাক্ষী হিসেবে রয়েছেন তাহহিয়াতুল হাবিব মৃদুল, মোঃ রুহুল আমিন, মোঃ কামরুজ্জামান সুমন, শাহীন ইসলামসহ আরও অনেকে।

মামলার এজাহারে বাদী জানান, গত বছরের জুলাই-আগস্টে সারাদেশব্যাপী ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ জোরদার হলে, লালমনিরহাটের স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় ‘ছাত্র-জনতার আন্দোলনে’, যার লক্ষ্য ছিল তথাকথিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন।

এ আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন জোবায়ের হোসেন (১৭), শাহরিয়ার রিয়াদ তন্ময় (১৯), শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ (১৮), জনি মিয়া (২০), রাধিক হোসেন রুশো (১৯), এবং মোঃ রাজিব উল করিম সরকার (১৮)। বাদী দাবি করেন, ৫ আগস্ট আন্দোলনের দিন রাতে লালমনিরহাট শহরের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই ছয়জন আন্দোলনকারী শিক্ষার্থী আগুনে পুড়ে মারা যান।

উক্ত বহুতল ভবনটি ছিল লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান সুমন ওরফে ‘হুন্ডি সুমনের’ মালিকানাধীন। বাদীর অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং কুখ্যাত সন্ত্রাসী ও হুন্ডি ব্যবসায়ী হিসেবে পরিচিত সুমন খান এই ঘটনার মূল হোতা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট রাতে সাখাওয়াত হোসেন খান সুমনের বাসা থেকে আগুনে পুড়ে যাওয়া ৬ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে ৩৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা।

পড়ুন: রাবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

দেখুন: পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন