কাচা মরিচ, শসা ও টমেটো সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ঢেড়শ ছাড়া কোন সবজিই মিলছে না ৫০ টাকার কমে। বিক্রেতাদের দাবি, সবজির দাম কিছুটা কম। এদিকে, বেড়ে যাওয়া ডিমের দাম কমার কোনো লক্ষ্মণ নেই।
গেলো সপ্তাহে শশা বিক্রি হয়েছিলো কেজি প্রতি ৪০ টাকা আজ সেটি ৬০ টাকা। ৬০ টাকার টমেটো সপ্তাহ ব্যবধানে বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাচা মরিচ ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে মান অনুযায়ী ১৪০ থেকে ১৮০ টাকা।
বিক্রেতারা বলছেন, সবজির দাম গেলো সপ্তাহের তুলনায় কমেছে৷ যদিও ঢেড়শ ছাড়া কোন সবজিই মিলে না ৫০ টাকার কমে।
সবজির মতো ডিমের বাজারে ও নেই নিয়ন্ত্রণ। গেলো ২ সপ্তাহ আগে ডিমের দাম বেড়ে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি শুরু হয়। সেই দাম কমার লক্ষন নেই।
শুধু ঘোষণা নয়, সরকার বাজার নিয়ন্ত্রণে সঠিক পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা ক্রেতাদের।