বিশ্বের শক্তিধর দেশগুলোকে হারানো বাংলাদেশকে এখন দিতে হবে মান বাঁচানোর পরীক্ষা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবার হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে শান্তরা। এই লজ্জা এড়াতে আজ জিততেই হবে টাইগারদের। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। মান বাঁচানোর ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
বিশ্বকাপ শুরুর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে, এমনটা হয়তো কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে অবিশ্বাস্যভাবে সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
টেক্সাসের হিউস্টনে সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই দল। সিরিজ তো হাতছাড়া হয়েছেই, বাংলাদেশের সামনে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের লজ্জা। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কি সেই লজ্জা থেকে বাঁচতে পারবে বাংলাদেশ?
প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর শান্তরা ভেবেছিল জয় আসবে দ্বিতীয় ম্যাচেই। তবে সেই ভাবনাটা বাস্তবে আর রূপ নিতে দেয়নি যুক্তরাষ্ট্র। আইসিসির নবীন এই দলটির কাছে হারতে হয়েছে ৬ রানে। এরপরই প্রশ্ন ওঠে বাংলাদেশ দলের সক্ষমতা নিয়ে।
দুই ম্যাচেই ব্যাটারদের ফর্মহীনতা ও ধীরগতির ব্যাটিং বিপাকে ফেলেছে দলকে। তৃতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ একাদশে আবারও আসতে পারে পরিবর্তন। ওপেনিং জুটি নিয়েও শেষ নেই মাথাব্যথার।
সৌম্য-তামিম জুটি শেষ পর্যন্ত আজও মাঠে নামবে কিনা, সেটা নিয়েও আছে বড় প্রশ্ন। সেখানে অবশ্য রানখরায় থাকা লিটন ছাড়া আর তৃতীয় অপশন নেই বাংলাদেশের সামনে। এছাড়া বোলিং ইউনিটেও আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপের আগে বাংলাদেশ নিজেদের স্কোয়াডের সবাইকেই ঝালিয়ে নিতে চাইবে।