১৬/০১/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০১/২০২৬, ০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হেরোইনসহ মাদক সম্রাট জুয়েলের সহযোগী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ওই ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. জুয়েল রানা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তার সহযোগীরা। জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির সহায়তায় চরবাগডাঙ্গার ফাটাপাড়ার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ অভিযানে বাড়িটি তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন শাখানকে আটক করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় মাদক সম্রাট জুয়েল রানা ও তার বোনজামাই আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: স্বর্ণ চোরাচালান ও হত্যা মামলার আসামি রিপনুল হাসান গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় মিষ্টি বিতরণ

দেখুন: রেল দুর্ঘটনা রোধে কি করতে বললেন রেলমন্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন