কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নবজাতক কন্যা শিশুকে হত্যার অভিযোগে মাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ চিথলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার বরিশাল পানি নিস্কাশন খাল থেকে ২২ দিন বয়সী শিশু জান্নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
অভিযুক্ত মিতা খাতুন(২৫)দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের রাজুর স্ত্রী। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন,মিতার চাচাতো ভাই সেরেবুল ইসলাম(২৮),চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজুর সঙ্গে আট মাস আগে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই পরিবারের লোকজন টের পাই মিতা সন্তান সম্ভাবা। এই নিয়ে রাজু ও মিতার প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত। ২২ দিন আগে কন্যা সন্তান প্রসব করে সে। শিশুটির নাম রাখা হয় জান্নাতি। দুই সপ্তাহ আগে মিতা তার নবজাতক শিশুকে নিয়ে বাবার বাড়ি মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে চলে আসে। সেখানে শিশুটির পিতৃ পরিচয় নিয়ে কথিত প্রেমিক চাচাতো ভাই শেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয় মিতার।
পরবর্তীতে তারা শিশুটিকে হত্যার সিদ্ধান্ত নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথে্যর বরাত দিয়ে পুলিশ জানায়,কথিত প্রেমিক শেরেবুলের পিতা সাইদুল ইসলাম ও ভাবি চাঁদনী খাতুন শিশুটিকে হত্যার সহায়তা করে। গত রবিবার(২৫ মে) হত্যা করে বাড়ির পাশের বরিশাল খালে ফেলে দেয় মা মিতা ও তার কথিত প্রেমিক সেরেবুল। এ ঘটনার পর তারা অপপ্রচার চালাতে থাকে খলিসাকুন্ডি থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে। ওসি মমিনুল ইসলাম বলেন,ঘটনার দিন রাতে শিশুটির মা মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। এরপর থেকেই থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
শিশুটির মাকে সন্দেহ হলে একাধিকবার জিজ্ঞাসাবাদে আজ সকালে তিনি হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল খাল থেকে লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আগামীকাল(শুক্রবার) আদালতে পাঠানো হবে।
পড়ুন: কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুজনের মৃত্যু
এস


