19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আজিজ-বেনজির ইস্যু: ‘সরকার-আ.লীগ বিব্রত নয়’

সাবেক সেনাপ্রধান ও আইজিপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিব্রত নয় সরকার। আওয়ামী লীগেও অস্বস্তি নেই। জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অনিয়ন্ত্রিত দুর্নীতি আর গণতন্ত্রের অবনমনের দায়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সরকারের ভাতাপ্রাপ্ত অবস্থায় তিনি যেসব কাজ করেছেন, তা নিয়ে শুরু হয় সমালোচনা।

অন্যদিকে, সাবেক পুলিশপ্রধান বেনজির আহমেদের দুর্নীতি খবর প্রকাশ হয়েছে আরও কয়েক মাস আগে। সম্প্রতি, দুদক বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছে, আদালত বেনজিরের সমস্ত সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে। এ বিষয়টিও টক অব দ্য কান্ট্রি।

এর মধ্যেই আলোচনায় আসে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ড এবং তার চোরাচালান ব্যবসার প্রসঙ্গ। দুজন দুটি শীর্ষ বাহিনীর প্রধান এবং একজন সরকারদলীয় এমপি। তাই, দুর্নীতি নিয়ে জোড়ালো হয়েছে বিতর্ক।

তিনটি বিষয় নিয়ে, সরকার ও ক্ষমতাসীন দলে অস্বস্তির গুঞ্জন রয়েছে। তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, বিব্রত নয় সরকার ও তার দল। বিএনপির সময়ে পুলিশ প্রশাসনে দুর্নীতির বিচার কেন হয়নি, উল্টো রাখলেন সেই প্রশ্ন।

গুম-খুন নিয়ে বিএনপির আন্তর্জাতিক মহলে নালিশ করার সমালোচনা করলেন ওবায়দুল কাদের।

কদিন আগেই ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান কিংবা সাবেক আইজিপি- দুর্নীতি করলে তাদের রক্ষা করতে যাবে না সরকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন