আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ৯ বছর ধরে গোপন অভিযান চালিয়েছে ইসরায়েল। নজরদারি, হ্যাকিং, ভয় দেখানো- এমনকি আইনজীবী ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দিয়েছে তারা।
ইসরায়েলের একটি সংবাদমাধ্যমের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে, এই গোপন অপচেষ্টার তথ্য ফাঁস হয়েছে। তাতে বলা হচ্ছে, ফিলিস্তিনে যুদ্ধাপরাধের বিষয়ে, আইসিসির তদন্তকে ব্যর্থ করতে চেয়েছে ইসরায়েল। আইনজীবীদের ফোনে আড়ি পেতে, আগেই সব জেনে নিতো দেশটির গোয়েন্দারা। এদিকে, গাজার রাফায় ইসরায়েলি হামলা চলছেই। সবশেষ হামলায় প্রাণ গেছে ২১ জনের।