শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে লালমনিরহাটে এক বিশেষ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ জুন ) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট-এর বাস্তবায়নে এ কর্মসূচি সম্পন্ন হয়। এতে সহযোগিতা প্রদান করে ইএসডিও এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি), লালমনিরহাট।
অনুষ্ঠানে লালমনিরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. দিপংকর রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল মোকাদ্দেম এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ-এর ওয়াশ ভ্যালু চেইন স্পেশালিস্ট আমিনুল ইসলাম মৃধা।
বক্তারা তাদের বক্তব্যে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, বিশেষ করে মা ও শিশুর পুষ্টি, দারিদ্র্য নিরসনে সচেতনতা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুষ্টিকর খাবার শুধু স্বাস্থ্যবান প্রজন্মই নয়, সুশৃঙ্খল জাতি গঠনের পথও সুগম করে।
এনএ/


