26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বিশ্বকাপের আগে আজ ‘ভারত পরীক্ষা’ টাইগারদের

বিশ্বকাপের মূল মঞ্চে লড়াইয়ের আগে আজ ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউইয়র্কে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেয়ার এটাই শেষ সুযোগ। সেরা একাদশ বেছে নেওয়ারও শেষ সময় টাইগারদের।

বাংলাদেশ দলের কাছে যুক্তরাষ্ট্র সফর এখন পর্যন্ত হতাশার। স্বাগতিকদের কাছে সিরিজ হারের দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে এখনো। তাইতো বিশ্বকাপের জন্য উজ্জীবিত হওয়ার শেষ সুযোগ ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ।

শক্তিশালী ভারতকে হারাতে পারলে টুর্নামেন্টজুড়েই ভালো খেলার সম্ভাবনা বাড়বে। লড়াই করে হারলেও খেলোয়াড়দের মনোবল চাঙা থাকবে। নাজমুল হোসেন শান্তরা তাই চেষ্টা করবেন সেরা ক্রিকেট খেলে ম্যাচ জিততে।

গা-গরমের ম্যাচ হলেও বিশ্বকাপ ম্যাচের চেয়ে কম গুরুত্ব পাচ্ছে না বাংলাদেশ-ভারতের লড়াই। নিউইয়র্কে খেলা হওয়ায় প্রচুর দর্শক সমাগম হবে। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামে পরীক্ষা-নিরীক্ষার শেষ মহড়া টাইগারদের। বিশ্বকাপের একাদশ বেছে নেওয়ার শেষ সুযোগও।

ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে বাংলাদেশ। ২০১৬ সাল থেকে টি২০ ক্রিকেটে তীব্র লড়াই হচ্ছে দুদলের। এশিয়া কাপের ফাইনালে রোহিত শর্মাদের কাছে হেরে গেলেও হৃদয় জিতে নিয়েছিলেন মাহমুদউল্লাহরা।

এই ম্যাচের জয়-পরাজয় বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলবে না। এ মুহূর্তে আত্মবিশ্বাস জাগানো পারফরম্যান্স খুবই প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে ব্যাটারদের ভালো খেলা জরুরি। কারণ ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে সফল হতে হলে ব্যাটারদের ভালো খেলতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন