26 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

আজ থেকে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

সুন্দরবনের নদী-খালে মাছ আর বনে প্রাণীকূলের অবাধ বিচরণ নিশ্চিতে, আজ থেকে টানা তিন মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার। এ সময়ে পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ থাকছে। যা নিয়ে দুশ্চিন্তায় বনের ওপর নির্ভরশীলরা। তবে বন বিভাগ বলছে, এই ৯০ দিনে ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াবে প্রকৃতি।

ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর পেরিয়েছে প্রায় এক সপ্তাহ। এখনও সুন্দরবনজুড়ে হাহাকার। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। উপকূলবাসী কোনরকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও, বনের নিরীহ প্রাণীদের আচরণ স্বাভাবিক হয়নি এখনও।

দিন যতই যাচ্ছে ঝড়ের আঘাতে মৃত প্রাণীর সংখ্যাও বাড়ছে। বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৭টি মৃত হরিণ ও চারটি বন্য শুকরের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করেছেন তারা।

উদ্ধার হওয়া মৃত প্রাণীগুলো মূলত পূর্ব বন বিভাগের বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে সুন্দরবনের বণ্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম ঘিরে, তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। নিষেধাজ্ঞার এ সময়ে পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ সুন্দরবনের নদী-খালে মাছ ধরাও নিষিদ্ধ থাকছে।

নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি সহায়তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন, বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও পর্যটন খাতের সাথে জড়িতরা।

নিষেধাজ্ঞা শেষে আগামী ৩১ আগস্ট থেকে আবারো খুলবে বিশ্ব ঐহিত্য সুন্দরবনের দুয়ার। এ সময়ে ঘূর্ণিঝড়ের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াবে সুন্দরবন এমনটাই প্রত্যাশা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন