26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রিয়াল নাকি ডর্টমুন্ড, কার হাতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা?

ইউরোপিয়ান ফুটবলে বছরের সেরা রোমাঞ্চকর রাত আজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শিরোপার লড়াইয়ে রাত ১টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এবারের শিরোপা সেটার উত্তর মিলবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

১৪ শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স লিগকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। সব ক্লাবগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে স্পেনের এই সফলতম ক্লাবটি। এবারের শিরোপা ঘরে তুললে সংখ্যাটা দাড়াবে ১৫তে।

এদিকে চলতি মৌসুমে দারুণ পারফর্ম করছে ডর্টমুন্ড। নকআউট পর্বে তারা দুর্দান্ত খেলে কঠিন সব প্রতিপক্ষকে হারিয়েই ফাইনালে এসেছে। কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ আর সেমিতে পিএসজিকে হারিয়েছে ডর্টমুন্ড।

রিয়ালেরও এই মৌসুম কেটেছে দুর্দান্ত। কোয়ার্টারে ম্যানসিটিকে এবং সেমিফাইনালে বায়ার্নকে হারিয়ে ফাইনালে এসেছে লস ব্লাঙ্কোসরা।

তবে ঘরোয়া খেলায় এগিয়ে আছে রিয়াল। ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর ডর্টমুন্ট বুন্দেসলিগায় পঞ্চম। চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন।

চ্যাম্পিয়্নস লিগের ইতিহাসে মাত্র একবার শিরোপা জিতেছে ডর্টমুন্ড। সেটি ২৬ বছর আগে, ১৯৯৭ সালে। ২০১৩ সালে শিরোপার কাছাকাছি এসেও ব্যর্থ হয়েছে জার্মান ক্লাবটি।

অপরদিকে ২০২২ সালে শেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। ইউরোপের সফলতম ক্লাবটির এবারের লক্ষ্যটাও শিরোপা। আর ডর্টমুন্ডের সামনে ২৬ বছরের শিরোপাখরা কাটানোর আরেকটি সুযোগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন