১৫/০১/২০২৬, ১৩:২৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা নগরী থেকে ৭০ মামলার ৩ আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকা থেকে রিভলবার ও বুলেটসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টমছমব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


এ বিষয়ে বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সর্বমোট ৭০ টি মামলা রয়েছে। এরমধ্যে খায়রুল হাসান এর বিরুদ্ধে ৪০ টি, রাকিবুল হাসান রিয়াদ এর বিরুদ্ধে ১৬ টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষের যাত্রায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে সন্দেহজনক যাত্রীদের তল্লাশী চলাকালে মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ খাজু মিয়া কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোড গামী একটি সিএনজিতে তল্লাশি পরিচালনা করে। এসময় সিএনজিতে থাকা যুবক পুলিশি তৎপরতা বুঝতে পেরে গুলি চালানোর চেষ্টা করে। পরিস্থিতি টের পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা ওই তিন সন্ত্রাসীকে ঘিরে ফেলে এবং আটক করে। পরে তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ আরো জানান, আসামীদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং সোহাগ মোল্লা গতকালই জামিনে মুক্তি লাভ করে এবং মোঃ খাইরুল হাসান গত একমাস আগে জামিনে মুক্তি লাভ করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিদের সাথে ধস্তাধস্তি চলাকালে পলাতক সিএনজি চালকের সহযোগিতায় তারা পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ছিনিয়ে নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।


আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে মোঃ খাইরুল হাসান (৩০), খাইরুলের নামে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন খানায় ৪০টি মামলা রয়েছে। অপর আসামী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুরের বাহরূপা গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), রাকিবুলের নামে বিভিন্ন খানায় ১৬টি মামলা রয়েছে। এছাড়া চাঁদপুর জেলার মতলব উত্তের থানার নয়াকান্দি এলাকার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (৩৫)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

পড়ুন:পটুয়াখালীতে পুলিশের তৎপরতায় হারানো ৭০টি মোবাইল ও অনলাইন প্রতারণার ৪৯ হাজার টাকা উদ্ধার

দেখুন: ২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকার দুই সিটির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন