সড়ক দুর্ঘটনা কমাতে সারাদেশের মতো একযুগে কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে হাইওয়ে পুলিশের একটি সেবামূলক কার্যক্রম “Hello HP” অ্যাপ।
আজ বৃহস্পতিবার দুপুরে “Hello HP অ্যাপ” এর উধোধন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিয়া।
এ উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন হাইওয়ে পুলিশের এডিশনাল ডি আই জি মীর মোদাচ্ছের হোসেন, এডিশনাল ডি আই জি মোঃ খাইরুল আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
এসময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহণ মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা কমাতে এবং মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপদে যাতায়াতের সুবিধা করে দিতে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল উদ্যোগ বলে মনে করছেন হাইওয়ে পুলিশ। এই অ্যাপটি মূলত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি বিকল্প হিসেবেও কাজ করে।
এডিশনাল ডি আই জি মোঃ খাইরুল আলম বলেন, এই অ্যাপটির মূল লক্ষ্য হলো সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে নিরাপত্তা বৃদ্ধি করা, মহাসড়কে চলাচলকারী যাত্রীদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, ট্রাফিক আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, জনগণের সাথে হাইওয়ে পুলিশের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম তৈরি করা। এই অ্যাপ ব্যবহারকারীরা যেকোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন, বেপরোয়া গাড়ি চালানো, চাঁদাবাজি বা হয়রানির মতো ঘটনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।
পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
দেখুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একদিন ছুটি বাড়ানোর দাবি |
ইম/


