ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলের সীমান্তবর্তী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের এলাকায় অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় তৎপরতার তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদারের কারণে সীমান্তবর্তী মারিশ্যা, বাঘাইহাট ও বাবুছড়া এলাকার ২১৫ কিলোমিটার সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশ-ইন ও চোরাচালান হয়নি বলেও দাবি করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, সমতল এলাকার চেয়ে দুর্গম পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তার বিষয় জটিল; তারপরও বিজিবি সদস্যদের নিরলস প্রচেষ্টা এবং দিবারাত্রি টহল জোরদার করার ফলে ২১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশ-ইন ও চোরাচালান ঠেকাতে সক্ষম হয়েছে বিজিবি। সীমান্তে পুশ-ইন ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও চিকিৎসাসেবায় ভূমিকা রাখছে বিজিবি।
পড়ুন : ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা, রাঙামাটির ২৯ এলাকা ঝুঁকিপূর্ণ


