রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে টোল প্রক্রিয়া। স্বয়ংক্রিয়ভাবে আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে দেওয়া যাচ্ছে টোল। এতে একদিকে যেমন দীর্ঘ যানজট দূর হচ্ছে অন্যদিকে সাশ্রয় হচ্ছে, গাড়ির জ্বালানি।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, দেশের দৈর্ঘ্যতম এক উড়ালসেতু। যানজট নিরসনে ২০১৩ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই উড়ালসেতুটি। তবে টোল প্লাজায় দীর্ঘ সারি কখনো কখনো মাথাব্যথার কারন হয়ে দাড়ায় যাত্রীদের। তাই টোল আদায়ের সময় কমিয়ে ২০২০ সালে হানিফ মোহাম্মদ ফ্লাইওভারে শুরু হয় ডিজিটাল পদ্ধতিতে টোল কালেকশন।
ফ্লাইওভারের টোল প্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে টোল দেওয়ার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি পদ্ধতি চালু করা হয়েছে। এতে চালকদের টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময় । সেই সাথে পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। রাখা হয়েছে আলাদা লেনও ।
ফ্লাইওভার পরিচালনা কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় সময় বাঁচবে । সেই সাথে ডিজিটাল এই সেবায় ব্যবহারকারীরাও কিছুটা লাভবান হবেন।
আরো বেশি ব্যবহারকারী যেন এই সিস্টেমের মধ্যে আসে তার জন্য কাজ করছে কর্তৃপক্ষ ।
প্রতিদিন প্রায় ৪০-৫০ হাজার যানবাহনের যাতায়াত মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে। তাই কর্তৃপক্ষের আশা,শতভাগ গাড়িই এই ডিজিটাল সিস্টেম ব্যবহারের আওতায় আসবে ।