21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

হিজরাদের হামালায় আহত এসআই: গ্রেফতার ৪

রাজধানীর পরীবাগে হিজরাদের হামলায় মো. মোজাহিদ নামে পুলিশের উপ- পরিদর্শকের (এসআই) আহত হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদলত।

আজ দুপুরে রমনা থানার ডিসি মুহাম্মাদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আপাতত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান  চলছে। গ্রেফতারকৃতরা হলেন তানিয়া,  তন্নি, কেয়া ও সাথী’।

তিনি আরও বলেন, পুলিশের ধারণা আটককৃতরা নকল হিজরা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের আইনের আওতায় আনা হবে।

এছাড়াও রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া গণমাধ্যমকে জানান, ‘রমনা থানার এসআই  মোঃ মোজাহিদ সহ পুলিশের এক দল রাতে টহল ডিউটি পালন করছিল। আনুমানিক রাত ৩ টায় হিজরাদের এক দল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজরারা পুলিশের উপর হামলা করে।

হিজরারা পুলিশের উপর এলপাথারিভাবে ইট পাটকেল মারতে শুরু করলে  একটি ইট মোজাহিদের চোখে পড়ে। ইটের একটি টুকরো মোজাহিদের চশমার কাচ ভেদ করলে তার চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। যার ফলে তার ঐ চোখ নষ্ট হয়ে যায়। এছাড়াও তিনি মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

মোজাহিদ এখন  শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যেই তার চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন