রাজবাড়ীর কালুখালীর চন্দনা নদীর ব্রীজের নীচ থেকে নিখোঁজের পরদিন আসলাম প্রামানিক (৪২)) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।
বিষয়টি বুধবার নাগরিক টিভিকে নিশ্চিত করেছেন- কালুখালীর থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহম্মদ জাহেদুর রহমান।
বুধবার সকাল ৭টার দিকে কালুখালীর মাঝবাড়ি ইউনিয়নের চন্দনা নদীর ব্রীজের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের পিয়ার আলী ওরফে পেনু প্রামানিকের ছেলে।
যশাই ইউনিয়নের আসলামের বাড়ির প্রতিবেশী ব্যবসায়ী সিরাজুল ইসলাম শাহজাহান বলেন, গতকাল মঙ্গলবার সকালে আসলাম প্রামানিক বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আসলে তাকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে বুধবার সকাল ৭ টার দিকে কালুখালীর চন্দনা নদীর ব্রীজের নীচে থেকে অজ্ঞাত একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে পুলিশ পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি সনাক্ত করেন।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে ইজিবাইকটি নিয়ে দূবৃর্ত্তরা তাকে করে পালিয়ে যেতে পারেন। মরদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন: রাজবাড়ীতে ভ্যানচালক রুপল শেখকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার
এস


