21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

৩০ জুন এইচএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমানের পরিক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এ সময় প্রশ্ন ফাঁস কিংবা উত্তর সরবরাহে কেও জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। জানান, ২০২৬ সালে নতুন কারিকুলামে ২ বিষয় অকৃতকার্যরাও ভর্তি হতে পারবে একাদশে।

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার সকালে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনু‌ষ্ঠিত হয়েছে। সভাশেষে সাংবা‌দিক‌দের ব্রিফ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

জানান, এবার সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ৯ হাজার ১৬৯ শিক্ষা প্রতিষ্ঠা‌নের ২৬৫৮ কে‌ন্দ্রে এইচএস‌সি ও সমমা‌নের পরীক্ষা দি‌বে। যা গতবা‌রের চে‌য়ে পরীক্ষার্থী ৯১ হাজার ৪শত ৪৮ জন বেড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব এবং এ কাজে তৎপর চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে উল্লেখ ‌তি‌নি জানান,ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাতিত কেউ মোবাইলে ব্যবহার কর‌তে পার‌বে না।

২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে কো‌চিং সেন্টার। জানান, বন্যাকবলিত অঞ্চলে নেয়া হবে না পরীক্ষা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন