23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্ব পরিবেশ দিবসে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্যে র‌্যালি বের করা হয়েছে। বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়।
এবারের পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় কয়েক হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রথম দিনে বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ লাগানো হয়। সেগুন, মেহগনি, করই, কাঁঠাল, আম, চম্পা, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন জাতের কাঠ, ফলজ ও ঔষধিসহ বিভিন্ন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পরে র‌্যালিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে ও ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে। হুরাইন এইচটিএফ লিমিটেডের পরিচালক রাজিব দাস ও শিল্প পার্কের প্রধান প্রশাসনিক কাউসার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ডাইং জিএম সাজ্জাদ হোসেন, উইভিং জিএম জাহাঙ্গীর আলম, সাসটেইনিবিলিটি নাজমুল হোসাইন প্রমুখ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন, যমুনা গ্রুপ দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান সর্বদাই পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই এবছর মাধবপুর উপজেলায় ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন