দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলো ইস্টার্ন ব্যাংক।
পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ৮৫ টি শাখা ও ৩৬টি উপশাখা থেকে দেশব্যাপী বিভিন্ন স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করা হবে। পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা।