রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলওয়ে ষ্টেশন পুনরায় চালু এবং পুণঃনির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বেলগাছির সর্বস্তরের জনগনের ব্যানারে বেলগাছি রেলষ্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খন্দকার অনিকের সঞ্চালনায়- মানববন্ধনকালে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিনহাজ চৌধুরী, তানজিব ফাহিম, মেহেদি সজল প্রমূখ।
এছাড়াও কর্মসূচি পালনকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছাড়াও বেলগাছি রেলষ্টেশন এলাকার বাসিন্দা, বাজার ব্যবসায়ী ও খানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত কয়েকশ নানা শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন- রেলষ্টেশন পুনঃচালুকরণ ও পুণঃনির্মাণসহ ৮ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচি তুলে ধরা হলো। দাবিগুলোর মধ্যে আধুনিক মানের ষ্টেশন পুনঃনির্মাণ, ষ্টেশনটি পুনরায় চালু করা, ষ্টেশনে কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত করা, ষ্টেশনে জনসাধারণ ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের অবাধ চলাচলের জন্য ফুটওভার ব্রীজ নির্মাণ, ষ্টেশনের পূর্বপাশে রেলগেটে গেটম্যান নিয়োগ দেয়া, ডাবল লাইন পুনরায় চালু করা, প্লাটফর্মে যাত্রীদের বসার স্থান, গণসৌচাগার নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সকল ট্রেন ষ্টেশনে দাঁড়ানোর দাবি জানানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

