সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার (১৮ মে) সিলেট-জকিগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর ও জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) নামের এক নারী। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে তার স্বামী ও সন্তানরা ছিলেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকালে ঝর্নার ১০ বছর বয়সী ছেলে সিয়াম আহমদও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বামী জুনেদসহ তার অপর দুই ছেলে-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মোগলাবাজার থানার এসআই আলিফ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বুধবার বিকেলে জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজার এলাকায় বর-কনের বিয়ের মাইক্রোবাসের সাথে একটি টমটমের (ইজিবাইক) সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই টমটম চালক জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের সাবু মিয়া (৫০) নিহত হন।
দুর্ঘটনায় বর-কনেসহ মাইক্রোবাস ও টমটমের ১২ যাত্রী আহত হন।
এনএ/
দেখুন:


