বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো-এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে লক্ষাধিক খেজুর বীজ রোপণ কর্মসূচি পালন করেছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ।
শুক্রবার (২০জুন) লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেলপথের দুই ধারে খেজুর বীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর লাডলা, পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এন্তাজুর রহমান, ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মো. হামিদুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, এর আগে সংগঠনটি লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় ১২৫ কিলোমিটার রেলপথের দুই ধারে তালবীজ রোপণ করেছে, যা এখন দৃশ্যমান। খেজুর গাছগুলোর ফলন একদিন এই পথকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, এমন ব্যতিক্রমী পরিবেশবান্ধব আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। পরিবেশ অধিদপ্তর সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের পাশে সবসময় থাকবে।
জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এই সংগঠনের কাজ দেখে আমি অভিভূত। তারা যেভাবে পরিবেশ নিয়ে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের প্রতি শুভকামনা রইল।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল ইসলাম বলেন,আমরা ব্যতিক্রমী ও সচেতনতামূলক কাজ করতে চাই। আমাদের লক্ষ্য বেশি বেশি মানুষকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা।
উল্লেখ্য, সংগঠনটি ইতিপূর্বে বৃক্ষরোপণ, অসুস্থ পশু-পাখির চিকিৎসা, বিনামূল্যে শাকসবজি বিতরণ, তালবীজ রোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করেছে। এই কর্মসূচিতে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পড়ুন : লালমনিরহাটে সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত


