ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক আলোচিত মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মমুনসুর আহমেদের নির্দেশে পৃথক অভিযানে ইয়াবা নগদ টাকাসহ রোকেয়া ও হাসিব নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ত্রিশাল থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ভোররাতে গাজীপুর থেকে মাদক নিয়ে আসার সময় ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকা থেকে আলোচিত মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে এক কেজি গাজার একটি প্যাকেট পাওয়া যায়। আলোচিত মিনা দীর্ঘদিন যাবৎ ত্রিশাল পৌর শহরের ৫নং ওয়ার্ডে মাদক ব্যসা চালিয়ে আসছিলো। এতে পৌরএলাকাসহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাদকের ছড়া ছড়ি শুরু করে। এতে যুব সমাজ ধবংসের পথে।
অপর দিকে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ড নিজ বাসা থেকে মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবুর রহমানকে মাদক কারবারের সময় হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৩ পিছ ইয়াবা, ৫০ হাজার নগদ টাকা ও পাচটি মোবাইল উদ্ধার করে। আলোচিত মিনা দীর্ঘদিন যাবৎ ত্রিশাল পৌর শহরের ৫নং ওয়ার্ডে মাদক ব্যসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে পুলিশ তাকে একাধিকবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করলেও জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।
গত বুধবার স্থানীয় এলাকাবাসী আলোচিত মাদক ব্যবসায়ী মিনা ও তার ভাই মুক্তাকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্য মুনসুর আহমেদ জানান, মাদক জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তা তার আলোকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মিনা ও মাদক ব্যবসায়ী রোকেয়া ও তার ছেলে হাসিবকে বিপুল পরিমান মাদকসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ আরো বলেন, মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলার ঘোষণা করা হয়েছে।সচেতন এলাকাবাসী ও সাংবাদিকদের ভাইদের সহযোগিতা চেয়েছি ত্রিশালকে মাদক মুক্ত করার জন্য। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আলোচিত মাদক কারবারিদের গ্রেপ্তার করায় এরাকায় স্বস্তি ফিরে পেয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান সচেতন নাগরিকরা।
এনএ/


