বিএনপির জনসভায় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “বিগত ১৭ বছর ধরে বিএনপি দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল।”
আজ শনিবার (২১ মে) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ সদর হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হয়নি। দলের বহু নেতাকর্মী গুম, খুন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এত প্রতিকূলতার মধ্যেও বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।”
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিফতাহ্ বলেন, “এখন কেউ কেউ সংস্কারের কথা বললেও বিএনপি ২০২৩ সালেই এই প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানই আলোর দিশারী।”
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জ এক সময় অবহেলিত ছিল, কিন্তু বিএনপি সরকারের সময় উন্নয়নের ছোঁয়া পেয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “পরিবেশের দোহাই দিয়ে হাজারো শ্রমিককে বেকার করা হয়েছে। আমরা চাই পরিবেশ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চালু হোক।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ নেতাকর্মীরা সভায় যোগ দেন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিকেল ৪টার আগেই। সভা শেষে নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরু হয় প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
এনএ/


