গাইবান্ধা শহরে সড়ক সম্প্রসারণের ৮ বছরেও, স্থানান্তর হয়নি দেড় শতাধিক বিদ্যুৎ খুঁটি। সড়কের মাঝে খুঁটি থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। দ্রুত খুঁটি সরানোর কথা জানিয়েছে সড়ক ও জনপদ ও বিদ্যুৎ বিভাগ।
নগরীর পুরাতন বাজার থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত, চারলেন সড়ক সম্প্রসারণ শুরু হয় ২০১৮ সালে। এর আগে, ২০১৭ সালে খুঁটি সরানোর জন্য, বিদ্যুৎ বিভাগকে ৮৮ লাখ টাকা দেয় সড়ক বিভাগ। তবে কাজ শেষ হলেও লাইনসহ বেশিরভাগ খুঁটি এখনও সরানো হয়নি।
খুঁটি স্থানান্তর না হওয়ায় সেগুলো এখন সড়কের মাঝখানে রয়ে গেছে। এতে যান চলাচলে বাধা তৈরী করছে, বাড়ছে যানজট ও দুর্ঘটনা। ব্যবহার করা যাচ্ছে না ফুটপাত, ব্যাহত হচ্ছে যানচলাচল।
জনভোগান্তি কমাতে বিদ্যূৎ বিভাগকে নিয়মিত তাগিদ দেওয়ার কথা জানান, সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
এদিকে বর্তমান অবস্থার কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
দ্রুতই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
এনএ/


