ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে বৈষম্য চলছে। ২০২৪ এর জুলাই-আগষ্টে বৈষম্য দূর করতে জানের মায়া ত্যাগ করে আন্দোলন করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পরে আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং চাঁদাবাজি চলছে। এর জন্য আন্দোলন করিনি। চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে।
আজ (২১ জুন) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন শেষ হয়নি, আন্দোলনের সূচনা হয়েছে। এবার আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। অথচ একটি দল ক্ষমাতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেরাই খুনাখুনি করছে।
মুফতী সৈয়দ ফয়জুল করীম আরও বলেন, এদেশ থেকে মাত্র ১৬ বছরে পাচার হয়েছে ২৮ লক্ষ কোটি টাকা। দেশের প্রত্যেকের মাথার উপরে ১ লক্ষ ২০ হাজার টাকা ঋণ। তারা এদেশকে বিক্রি করার চক্রান্ত করেছে। ভারতের সাথে গোলামী চুক্তি করছে। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। কিন্তু গোলামী করতে পারে না। ভারতের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করবে না, গোলামী করবে না। আজকেও যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে।
তিনি আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল ধর্মের মানুষদের নিয়ে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে, ধনী গরিবের বৈষম্য দূর করা হবে। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কেউ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। এজন্য হাতপাখা মার্কায় চান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলীয় গণ সমাবেশে এসব কথা বলেন।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম শাখা।
ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দসহ জেলার জামায়াত ও এনসিপির নেতারা।
পড়ুন : কুড়িগ্রাম সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে দূর্বৃত্তের হামলা, আহত ২


