বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে হাফিজিবাগে দুই কাউন্সিলরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটে।
শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের নেতৃত্বে কুদ্দুস মিয়া (৬০) নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরক্ষনে লাশ সঙ্গে নিয়ে পুরো এলাকায় বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
এই ঘটনার ৪ ঘণ্টা পরেই সাবেক কাউন্সিলর হান্নান সরকার সমর্থক মেহেদী নামের একজনকে কুদ্দুস হত্যার অভিযোগে গণপিটনি দিয় মারেন সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা সমর্থকেরা।
সাবেক কাউন্সিলর হান্নান সরকার নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি’র সাবেক এমপি এড. আবুল কালাম এর রাজনীতি করেন, অন্যদিকে জাফর সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা, সাবেক এমপি এড. আবুল কালাম এর ছেলের রাজনীতি করে বলে জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় থমথমে আবহাওয়া বিরাজ করছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি উভয় পক্ষের লাশ মর্গে পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় কাজ করছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।
পড়ুন: নারায়ণগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন
এস


