১৫/০১/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মহেশপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৬৩ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপি’র একটি টহল দল বিপুল পরিমাণ স্বর্ণসহ একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ২২ জুন ২০২৫ তারিখ রাতে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত পিলার ৬৯/২-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় অবস্থানকালে মোঃ মমিন (পিতা: তেতুল মন্ডল, গ্রাম: গয়েশপুর, পোস্ট: ধোপাখালি, থানা: জীবননগর) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে থামার নির্দেশ দেয়। পরে তাকে একটি বাইসাইকেলসহ আটক করা হয়।

তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর মোট ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। যার বাজারমূল্য ধরা হয়েছে ১,৬৩,৩৬,১০৮ (এক কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার একশ আট) টাকা। এছাড়া জব্দ করা বাইসাইকেলসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ১,৬৩,৪৬,১০৮ (এক কোটি তেষট্টি লক্ষ ছেচল্লিশ হাজার একশ আট) টাকা।

বিজিবির প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “আটককৃত মোঃ মমিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন