রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।
নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে তার ছোট একটা পান, সিগারেট বিক্রির দোকান ছিলো,সেখানেই সে বিক্রির কাজ করতো। গতকাল নজরুল সন্ধ্যার দিকে বাড়ি আসলে আবার রাত ১১ টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যান। তখন রাতে কারো সাথে তার কোন কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই বাড়ির পাশের আনুমানিক ১২০ গজ দুরে মুক্তি মহিলার পুকুর পাড়ে নজরুলের রক্তাক্ত জখম করা মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নাগরিক টিভিকে বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহর সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে নিহত নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়া মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পড়ুন: রাজবাড়ীতে আগুনে পোশাকের দোকান পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি
এস


