রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ছালাম হালদারের জালে ৫ কেজি৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ মাছ ধরা পড়েছে। যার দাম -২৩ হাজার টাকা!
সোমবার ভোরে ইলিশ তিনটি ৭নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২১ হাজার ৭ শত ৩০ টাকায় কিনে নেন।
ছালাম হালদার জানান- রোববার সন্ধ্যার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ শিকার করতে যাই। মধ্যরাতে জালে তিনটি বড় ইলিশ মাছ ধরা পড়লে তখন মাছ তিনটি বিক্রির জন্য তিনি সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসলে ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ তার কাছ থেকে মাছ তিনটি কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে ছালাম হালদারের কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ ৪ হাজর ১শত’ টাকা কেজি দরে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০’শত গ্রাম মাছ কেজি দরে মোট ২৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।মাছগুলোর মধ্যে একটি ইলিশের ওজন ২ কেজি ওপর দুইটি ইলিশের ওজন ৩ কেজি ৩০০ গ্রাম ওজন হয়েছে।
পড়ুন: নোয়াখালী আসছেন বিএনপি নেতা শাহজাহান, নেতাকর্মীদের উচ্ছ্বাস
দেখুন: গাইবান্ধায় বোরো ধানে ব্লাষ্ট রোগে দিশেহারা কৃষক
ইম/


