১৫/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”- এ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৫ জুন) সকালে উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (PCC) সহযোগিতা র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।

এদিন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

আলোচনা সভায় ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, মানবাধিকার কর্মী অঞ্জন সাংমা ও মোনালিশা হাজং প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে। প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো, পুনর্ব্যহারযোগ্য জিনিস ব্যবহার এবং গাছ লাগানোর ওপর জোর দেন বক্তারা।

এনএ/

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন