রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২১ কেজি ৬শত গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে।
যার দাম হয়েছে-৩৯ হাজার টাকা!
পরে মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলামে উঠলে ১হাজার ৮ শত কেজি দরে মোট ৩৮ হাজার ৮ শত ৮০ টাকায় বিক্রি হয়।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার আড়তে মাছটি বিক্রির জন্য আসেন জেলে রবিন হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা গেছে- জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান,সে নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ বসে থাকলে এক পর্যায়ে জালে জোরে টান পড়লে বুঝতে পারেন বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে মাছটি নিয়ে আসলে সেখানের রওশন মোল্লার আড়তে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৮শত টাকা কেজি দরে ৩৮ হাজার ৮শত ৮০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকেন। সকালে মাছ বাজারে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি নিলামে উঠলে আমি ৩৮ হাজার ৮ শত ৮০ টাকা দিয়ে কিনে নেই।এখন মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেওয়া হয়েছে। কেজি প্রতি ১শত টাকা লাভে মাছটি বিক্রি করবেন বলে জানান।
পড়ুন: গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার
দেখুন: খুলনায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা নেই, কাউন্সিলর পদে তুমুল লড়াই |
ইম/


